সর্বশেষ :

জয়পুরহাটে-১ আসনে চার প্রার্থীকে চেনেন না বেশিরভাগ ভোটার


মোঃ জাহিদুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি:
প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৩ । ৪:৩৭ অপরাহ্ণ
জয়পুরহাটে-১ আসনে চার প্রার্থীকে চেনেন না বেশিরভাগ ভোটার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর-পাঁচবিবি) আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা (কাঁচি) ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম (ঈগল) ছাড়া বাকি চারজন প্রার্থীর কাউকেই চেনেন না বেশিরভাগ ভোটার।
এছাড়াও এ আসনে জাতীয় পার্টির প্রার্থী ডা. একেএম মোয়াজ্জেম হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করলেও এলাকার ভোটাররা তাকে চেনেন না। জাতীয় পার্টির রাজনীতিতেও সক্রিয় ছিলেন না তিনি।
তবে দীর্ঘদিন ধরে ডাক্তারি পেশায় থাকার কারণে অনেকটাই পরিচিত মুখ তিনি। কিন্তু ভোটের মাঠে এখন তার ভিন্নচিত্র। এবারই প্রথম নির্বাচনে অংশ নিয়েছেন। ভোটারদের কাছে ঠিকঠাক প্রচার না করার কারণে এখনও তিনি অচেনায় রয়ে গেছেন।
এদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা রেজিস্ট্রার ও আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম রায়হানুল হক মনু (ট্রাক) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এক সময় আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
এরপর দীর্ঘ সময় ধরে তাকে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশে খুব একটা দেখা যায়নি। তবে ব্যক্তি হিসেবে প্রবীণ অনেক মানুষের কাছে মনু চেয়ারম্যান হিসেবে পরিচিত হলেও বর্তমান সময়ের নবীন ও তরুণ ভোটাররা তাকে চেনেন না। তবে দীর্ঘদিন পর জয়পুরহাট-১ আসনে (ট্রাক) প্রতীক নিয়ে নির্বাচন করায় আলোচনায় এসেছেন তিনি।
এ দিকে তৃণমূল বিএনপির মো. মাছুম (সোনালী আঁশ) প্রতীকের মাঝে মাঝে পোস্টার চোখে পরলেও প্রচারণায় দেখা যাচ্ছে না। অপর দিকে নাশনাল পিপলস পার্টির (এনপিপি) রুকুনুজ্জামান (আম) প্রতীকের পোস্টার চোখে পড়েনি এখন পর্যন্ত।
উল্লেখ্য, জয়পুরহাট-১ আসনে মোট ভোটার ৪ লাখ তেতাল্লিশ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২১ হাজার ৪৪ জন। নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৬৭৭ ও হিজড়া ভোটার ৬ জন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১