সর্বশেষ :

ধর্মপ্রাণ মুসলমান বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে পড়েন ইস্তিসকার নামাজ


টাঙ্গাইল,প্রতিনিধি:
প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪ । ১:৩৭ অপরাহ্ণ
ধর্মপ্রাণ মুসলমান বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে পড়েন ইস্তিসকার নামাজ
প্রচন্ড রোদে পুড়ছে সারা দেশ।চারদিকে হাহাকার। নেই বৃষ্টি। বোরো ধানক্ষেত ফেটে চৌচির। নেই বিদ্যুৎ। কখন আসে আর কখন যায় তার হিসেব কেউ মিলাতে পারছে না। এদিকে বাড়তি বিলের চাপে মানুষ দিশেহারা।
ঘাটাল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ঐতিহ্যবাহী গজনবী  ঈদগাহ মাঠে ধর্মপ্রাণ মুসলমানেরা বুধবার সকাল ১০ টায় আয়োজন করেছিলেন বিশেষ নামাজের। ২ রাকাত নামাজে ইমামতি করেন মাওলানা মো: ইয়াসিন।উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের সাথে যোগদেন সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ মাওলানা  হাবিবুল্লাহ বাহার।
 নামাজ শেষে প্রখর রৌদ্রের মধ্যে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে শত শত মানুষের উপস্থিতিতে শুরু হয় মোনাজাত। মোনাজাতের শুরুতে ইমাম  সাহেব ইস্তেগফার সহ নানা কালেমা পাঠ করে সকল মুসল্লিদের সাথে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলেন। মোনাজাত শুরুর সময় ঘাটাইল উপজেলার সাগরদিঘী বাজারের গজনবী ঈদগাহ মাঠে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
প্রচন্ড তাপদাহ চলার সময় সকল মুসুল্লিদের তওবা পড়িয়ে ইমাম সাহেব মোনাজাত শুরু করেন।প্রায় ৩০ মিনিট মোনাজাতে সকল মুসুল্লিগণ কান্নায় ভেঙে পরেন।আমিন আমিন শব্দে আল্লার কাছে সকল পাপের মুক্তি কামনায় বৃষ্টির জন্য দোয়া চেয়ে ইমাম সাহেব মোনাজাত শেষ করেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০