সর্বশেষ :

দিনাজপুর বিরলে বৃষ্টি কামনায় সালাতুল ইসতিস্কার জামাত অনুষ্ঠিত


আবুল কালাম আজাদ,বিরল: 
প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪ । ৩:২০ অপরাহ্ণ
দিনাজপুর বিরলে বৃষ্টি কামনায় সালাতুল ইসতিস্কার জামাত অনুষ্ঠিত
দিনাজপুরের বিরলে ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৮ টার দিকে উপজেলার ৫ নং বিরল ইউনিয়নে ওকড়া  নতুন ঈদগাঁ মাঠে বিশেষ এই নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
বিশেষ এই নামাজে অংশগ্রহণ করেন, ছোট বড় বিভিন্ন বয়সের কয়েক শতাধিক মুসল্লী । নামাজ পরিচালনা করেন দিনাজপুর কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ এর খতিব মাওলানা মেহেরাব আলী।
এসময় মোনাজাতে অংশ নেওয়া শত শত মুসল্লিরা কান্নায় ভেঙে পড়ে মহান সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন ও বৃষ্টি কামনা করেন।
বিশেষ, নামাজে অংশ নেয়া মুসুল্লিরা বলেন, আমাদের জীবনে এমন গরম দেখিনি, এই তীব্র গরম থেকে বাঁচতে আজ বিশেষ নামাজ আদায় করলাম। আল্লাহ যেন বৃষ্টি দেন, পরিবেশটা যেন ঠান্ডা হয়। বিরল উপজেলায় এটাই প্রথম ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে এছাড়া উপজেলার কথাও বিশেষ নামাজ আদায়ের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে দিনাজপুরের জেলায় এক সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে আপাতত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০