সর্বশেষ :

কুমিল্লার নাঙ্গলকোটে ৬ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪ । ১২:০৫ অপরাহ্ণ
কুমিল্লার নাঙ্গলকোটে ৬ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

জেলার নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিসের আয়োজনে আউশ মৌসুমে উফসী আউশ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা কর্মসূচির  উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে সার বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু।

নাঙ্গলকোট উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বাসসকে বলেন, উপজেলার ছয় হাজার পাঁচশত জন কৃষকের মাঝে এ প্রণোদনার সার বীজ বিতরণ করা হয়। যার ব্যয় মূল্য ৪৪ লাখ ২৩ হাজার ২৫০ টাকা।

বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যন্যার মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাসান প্রমুখ।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০