সর্বশেষ :

জাপানের প্রোব ল্যান্ডার চাঁদে রাত কাটিয়ে আবার জেগে উঠেছে: মহাকাশ সংস্থা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৪ । ১:৪৯ অপরাহ্ণ
জাপানের প্রোব ল্যান্ডার চাঁদে রাত কাটিয়ে আবার জেগে উঠেছে: মহাকাশ সংস্থা

জাপানের মানববিহীন প্রোব ল্যান্ডারটি চাঁদের মাটিতে দ্বিতীয় আরেকটি হীমশীতল রাত কাটিয়ে আবার জেগে উঠেছে।

চাঁদের একটি রাতের দৈর্ঘ্য প্রায় পৃথিবীর দুই সপ্তাহের সমান। প্রোব যানটি চাঁদের এই রাত জুড়ে শীতলতায় সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থা শেষে আবার জেগে ওঠে এবং পৃথিবীতে নতুন করে ছবি পাঠায়। বৃহস্পতিবার দেশটির মহাকাশ সংস্থা এ কথা জানায়।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছে ‘আমরা গত রাতে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (এসএলআইএম) ,

এর কাছ থেকে একটি প্রতিক্রিয়া পেয়েছি এবং নিশ্চিত করেছি যে, এসএলআইএম সফলভাবে চাঁদে তার দ্বিতীয়টি রাতটি অতিবাহিত করেছে।’

 

সুত্রঃ বাসস

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১