সর্বশেষ :

সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্যে পাকানো ৪শ’ কেজি আম জব্দ


আব্দুর রশিদ, সাতক্ষীরা:
প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৪ । ৫:২১ অপরাহ্ণ
সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্যে পাকানো ৪শ’ কেজি আম জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো ৪শ’ কেজি আম জব্দের পর জনসম্মুখে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামে আজিজুল ইসলামের গোডাউনে এ অভিযান পরিচালনা করেন।

আজাহার আলী জানান, ‘‘ কৃষ্ণনগর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম বিষাক্ত রাসায়নিক দ্রব্যের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে বলে জানতে পারি। এর প্রেক্ষিতে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীনকে সাথে নিয়ে কৃষ্ণনগর বাজার

এলাকায ব্যবসায়ী আজিজুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৪শ’ কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়। তবে অভিযানের আগেই পালিয়ে যান অসাধু ব্যবসায়ী আজিজুল ইসলাম। পরে কেমিক্যাল মিশিয়ে পাকানো আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০