সর্বশেষ :

সাতকানিয়া ভূমিদস্যুদের বিলবোর্ড লাগিয়ে সতর্ক উপজেলা প্রশাসনের


আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম:
প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৪ । ৯:০২ অপরাহ্ণ
সাতকানিয়া ভূমিদস্যুদের বিলবোর্ড লাগিয়ে সতর্ক উপজেলা প্রশাসনের
‘চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা প্রশাসন  কৃষি জমির টপ সয়েল কাটা থেকে বিরত রাখতে ভূমিধস্যদের সতর্কস্বরূপ সাতকানিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কীকরণ নোটিশ সংবলিত বিলবোর্ড লাগিয়ে  নতুন দৃষ্টান্ত  দৃষ্টান্ত স্থাপন করেছেন ৷
(২৭ এপ্রিল ২০২৪) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন বিশ্বাসের নির্দেশনায় এ বিলবোর্ড স্থাপন করা হয় ৷
কৃষি জমির উপরিভাগের মাটি তথা টপ সয়েল না কাটার জন্য সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় জনসাধারণের মাঝে সতর্কীকরণ প্রচার প্রচারণা করা হয় এবং বিভিন্ন স্থানে কৃষি জমির টপ সয়েল কাটা থেকে বিরত থাকার জন্য উপজেলা নির্বাহী অফিসার কঠোর নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায় এ ধরনের পদক্ষেপ আমরা বিগত দিন উপজেলা বাসি কখনো দেখিনি এই মহতী কার্যক্রমে ভূমি দস্যুরা সতর্ক হয়ে যাবে তবে তার পাশাপাশি পুরো উপজেলায় কোথায় কি হচ্ছে তা যদি প্রশাসনের প্রতিনিয়ত নজরদারি থাকে তাইলে সমাজ থেকে একেবারে অনিয়ম বিতাড়িত হবে৷
উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন বিশ্বাস বলেন অবৈধভাবে কৃষি জমির টপসয়েল ও পাহাড় কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জোরদার করা হবে।
কৃষির জমির টপসয়েল ও পরিবেশ রক্ষায় পাহাড় কাটা থেকে বিরত থাকার জন্য গুরুত্বারোপ’সহ অবৈধ মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর আওতায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানান।
আমরা অপরাধীদের সতর্ক করতে এ বিলবোরটা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি,এরপরেও যদি তারা অপরাধ থেকে বিরত না থাকে৷অপরাধী যতই শক্তিশালী হোক না কেন,তাকে আইনের আওতায় আসতে হবে ৷উপজেলার সকল অনিয়ম ঠেকাতে সর্বসাধারণের সহযোগিতা প্রয়োজন৷

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০