চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ


সাগর আহম্মেদ ,জামালপুর :
প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪ । ৯:৫৪ অপরাহ্ণ
চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ

জামালপুরের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে তার মালিকদের বুঝিয়ে দিয়েছে জামালপুর সদর থানা পুলিশ।

জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম নির্দেশনায় জামালপুর জেল প্রতিনিয়ত আইনশৃঙ্খলা রক্ষায় দিন-রাত কাজ করে যাচ্ছে।
সেই সাথে তথ্য প্রযুক্তি ও সাইবার ক্রাইম সম্পর্কিত সমস্যা অধিক গুরুত্ব দিয়ে করে জামালপুর জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় মোবাইল ফোন উদ্ধার প্রক্রিয়া চলমান হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে জামালপুর থানা প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল নিজ নিজ মালিকের নিকট হস্তান্তর করেন।
জামালপুর থানাধীন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এ অভিযানে ১০+ মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িতদের আটকের কাজ করছে পুলিশ।
এসময় জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং উদ্ধার করা মোবাইল মালিক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০