কলম্বিয়ায় পাওয়া গেছে বিশালাকার কাছিমের জীবাশ্ম


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪ । ৪:২৪ অপরাহ্ণ
কলম্বিয়ায় পাওয়া গেছে বিশালাকার কাছিমের জীবাশ্ম

জীবাশ্মবিদরা কলম্বিয়ায় প্রায় ৫ কোটি ৭০ লাখ বছর আগের দৈত্যাকার কচ্ছপের জীবাশ্ম আবিষ্কার করেছেন। খননের নেতৃত্বদানকারী বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এটি দক্ষিণ আমেরিকার প্রাগৈতিহাসিক যুগ বোঝার চাবিকাঠি।

রোজারিও বিশ্ববিদ্যালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে,বিলুপ্ত সরীসৃপগুলোর জীবাশ্ম-পুয়েনটেমিস মুশাইসেনসিস প্রায় দেড় মিটার (পাঁচ ফুট) লম্বা এবং দেশের উত্তর-পূর্বে সোচা পার্বত্য পৌরসভায় পাওয়া গেছে।

আন্দিয়ান অঞ্চলে আবিষ্কারটি অভূতপূর্ব, কারণ প্রজাতির নিকটতম অন্যান্য খননগুলো ক্যারিবিয়ান সাগরের কাছাকাছি কয়েকশ’ কিলোমিটার দূরে।

গবেষণার প্রধান জীবাশ্মবিদ এডউইন ক্যাডেনা বলেছেন, ‘৫শ’ কিলোমিটার (৩১০ মাইল) দক্ষিণে খুঁজে পাওয়া এই জীবাশ্মগুলো আমাদেরকে পুনর্গঠন করতে এবং বুঝতে সাহায্য করে যে, প্যালিওসিন এবং ইওসিন যুগের সময় দক্ষিণ আমেরিকায় উত্তরের ল্যান্ডস্কেপ কেমন ছিল।

যখন আন্দিয়ান অঞ্চলের আন্তসংযুক্ত হ্রদ একটি নিম্ন-উচ্চতার পরিসর ছিল। এই যুগ ছিল ডাইনোসরের বিলুপ্তির পরে প্রথম ভূতাত্ত্বিক যুগ ৬ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ৩০ লাখ বছর আগে প্যালিওজিন যুগের অংশ।

 

সুত্রঃ বাসস

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০