সর্বশেষ :

তরুণদের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব


নুরুল আফছার,স্টাফ রিপোর্টার:
প্রকাশের সময় : মে ৮, ২০২৪ । ৮:১৯ অপরাহ্ণ
তরুণদের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব

তরুনরাই দেশের ভবিষ্যৎ। তাদের সহযোগিতায় র্স্মাট বাংলাদেশ গড়া সম্ভব। তরুনদের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে।বুধবার (৮ মে) চট্টগ্রাম পাহাড়তলী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন,  তোমরা দেখতে ও শুনতে পাচ্ছ ফিলিস্তিনি-গাজায় কি অবস্থা চলছে আমাদরে দেশের অবস্থাও এমন থাকতো। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশ স্বাধীন না হলে আমরা কিছু করতে পারতাম না। আমাদের বয়স হয়েছে।

আমাদের পর তোমরা দেশের হাল ধরবে। তোমাদের মাঝে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট বা রাজনীতিবিধ হবে। এর মধ্যে কেউ দেশের প্রধানমন্ত্রীও হতে পারে। তাই র্স্মাট বাংলাদেশে গড়তে হলে তোমাদের এগিয়ে আসতে হবে।

যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জিডিটাল বাংলাদশে গড়তে সক্ষম হয়েছেন। আজ তার প্রতিফলন তোমরা পাচ্ছ। যেমন তোমাদের ভর্তি ও পরীক্ষার ফলাফল অনলাইনে পাচ্ছ। তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার র্স্মাট বাংলাদশে গড়ার স্বপ্ন তোমাদের সহযোগিতা বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার পর যারা দেশ শাসন করছে, তারা বাংলাদেশে বিশ্বের কাছে ভিক্ষুক রাষ্ট্র হিসেবে পরিচিতি দিয়েছিল।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার অক্লান্ত পরিশ্রমে দেশকে আজ বিশ্বাবাসীর কাছে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে। এসময় র্স্মাট বাংলাদেশ গড়তে ও দেশের উন্নয়ন চলমান রাখতে দেশবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।

কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু তাহের চৌধুরী, সৈয়দা সুলতানা বেগম, অধ্যাপক কাজী মো. মুজিবুর রহমান, শহিদুল ইসলাম পিন্টু প্রমুখ ।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১