সর্বশেষ :

সকল অনিয়ম ঠেকাতে নজরদারিতে মাঠে সক্রিয় সাতকানিয়া উপজেলা প্রশাসন


আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম:
প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৪ । ১১:৪৪ পূর্বাহ্ণ
সকল অনিয়ম ঠেকাতে নজরদারিতে মাঠে সক্রিয় সাতকানিয়া উপজেলা প্রশাসন
কৃষি বাঁচলে বাঁচবে দেশ।দেশ বাঁচলে বাঁচবে মানুষ এই প্রতিপাদ্যকে সামনে রেখে,অবৈধভাবে কৃষি জমির টপসয়েল ও পাহাড় কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জোরদার অভিযানের অংশবিশেষ হিসেবে,
(২৫ এপ্রিল ২০২৪)সাতকানিয়া  উপজেলা নির্বাহী অফিসার  জনাব মিল্টন বিশ্বাস ও সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ জনাব প্রিটন সরকার’র নেতৃত্বে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে অংশগ্রহণ করেন,সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিল্টন বিশ্বাস,সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ জনাব প্রিটন সরকার এবং সাতকানিয়া থানা পুলিশ সদস্যবৃন্দ ৷সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মিল্টন বিশ্বাস গণমাধ্যমকে বলেন,সাতকানিয়া থানাধীন ঢেমশা ইউনিয়নের গাউসিয়া ব্রিকস’সহ পাশ্ববর্তী এলাকার,
কৃষি জমি পরিদর্শন ও কেওচিয়া ইউনিয়নের তেমোহনী রেলগেইটের পার্শ্ববর্তী বিশাল ডোবা জায়গা পরিদর্শন করি।এ সময় কৃষির জমির টপসয়েল ও পরিবেশ রক্ষায় পাহাড় কাটা থেকে বিরত থাকার লক্ষ্যে উপস্থিত জনগণকে সচেতন করার পাশাপাশি মাটি কাটার সাথে জড়িত সকলকে টপসয়েল ও পাহাড় কাটা থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
আদেশ অমান্য করে কেউ মাটি কাটলে উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ করেন,সুন্দর সমাজ পরিচালনায় আমরা উপজেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন,অভিযানের সময় দেশের জাতীয় সম্পদ চট্টগ্রাম- কক্সবাজার রেললাইনের সর্বোচ্চ নিরাপত্তা রক্ষায় রেললাইনের দুপাশে থাকা জনসাধারণের সচেতনেতার উপর গুরুত্বারোপ’সহ অবৈধ মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার
গণমাধ্যমকে বলেন৷আমরা চাই একটি স্বচ্ছ জনবান্ধব দূষণমুক্ত এবং নৈরাজ্য ও সন্ত্রাস মুক্ত উপজেলা উপহার দিতে,এতে সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন৷আমি কথা দিচ্ছি সাতকানিয়া উপজেলায়,
যেকোনো অপরাধ প্রতিরোধ কল্পে আমাদের থানা পুলিশের কঠোর ভূমিকা থাকবে,আমরা জনসাধারণের পাহারাদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর,আমাদের থানা পুলিশ আপনাদের পাশে রয়েছে অপরাধী যতই শক্তিশালী হোক না কেন আইনের আওতায় আসতে হবে ৷

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০