সর্বশেষ :

দশমিনায় একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


ফয়েজ আহমেদ, দশমিনাঃ
প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৪ । ২:৩৫ অপরাহ্ণ
দশমিনায় একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 276.31982; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ডিএসএফ মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীমের আওতায় ইউনিয়ন ডিএসএফ কমিটির একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
দশমিনা উপজেলা ফেমিলি প্লানিং কর্মকর্তা মোঃ সাকির হোসাইনের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন, দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান এবং ওরিয়েন্টেশন পরিচালনা,
সঞ্চালনায় ও মাতৃত্বকালীন ডিএসএফ ভাউচারের আওতায় একজন মা কিকি সুবিধা পেতে পারেন এ বিষয়ের উপর বিষদ আলোচনা করেন, ঢাকা থেকে আগত ডিএসএফ এর মাষ্টার ট্রেইনার ডাঃ মোঃ হাফিজুল ইসলাম।
আজ ছিল চার দিন ব্যাপি ওরিয়েন্টেশনের প্রথম দিন। আজ ছিল উপজেলার চরবোরহান ইউনিয়নের ডিএসএফ এর কমিটির সদস্য্যদের নিয়ে এই কর্মশালা।
এসময় আরো উপস্থিত ছিলেন, চরবো রহান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজির আহমেদ সরদার,ইউপি সদস্য সদস্যাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০