সর্বশেষ :

রায়গঞ্জে পাপমুক্তির মহাষ্টমী স্নান উৎসব


রাম সরকার বিপ্লব সিরাজগঞ্জ:
প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৪ । ১২:৩০ অপরাহ্ণ
রায়গঞ্জে পাপমুক্তির মহাষ্টমী স্নান উৎসব

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ই এপ্রিল) রায়গঞ্জের ভূঞাগাঁতীতে রায়গঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে শেষ হয়েছে।

স্নানোৎসবের পরদিন বুধবার অনুষ্ঠিত হবে জমজমাট বউ মেলা। উপজেলার ঘুড়কা ইউনিয়নের ফুলজোড় নদীপাড়ের ভূঞাগাঁতী এলাকায় ঐতিহ্যবাহী এ মেলার বৈশিষ্ট্য হলো বেশির ভাগ ক্রেতাই নারী। বিক্রেতাদের মধ্যেও অনেকে নারী।

এই মেলা সম্পর্কে উপজেলার হিন্দু সম্প্রদায়ের অনেকে জানান , সনাতন ধর্মাবলম্বীদের পাপমোচনে পুণ্যস্নানের একটি তিথি হলো চৈত্র মাসের অষ্টমী স্নান। মহাভারতের বর্ণনা অনুযায়ী, ব্রহ্মপুত্রের জলে স্নান করে পাপমুক্ত হয়েছিলেন বিষ্ণুর অবতার পরশুরাম মুনি।

ব্রহ্মপুত্রের শাখানদী ফুলজোড় নদীর ভূঞাগাঁতী এলাকায় উপজেলার বিভিন্ন এলাকার ভক্তরা স্নানে অংশ নেন। এ উপলক্ষে উপজেলার তিনটি স্থানে স্নানের দিন মেলা বসে। এসব মেলায় নারীদের অংশগ্রহণ কম থাকে। তাই পরদিন শুধু নারীদের জন্য ভূঞাগাঁতী এলাকায় বউ মেলা বসে।

বেলা ১১টার দিকে মেলায় গিয়ে দেখা যায়, গৃহস্থালির বিভিন্ন দরকারি জিনিসের পাশাপাশি মেলায় উঠেছে ঝুরি, মুড়কিসহ নানা স্বাদের মিষ্টান্ন। বিক্রি হচ্ছে শিশুদের বিভিন্ন ধরনের খেলনা, মসলাজাতীয় খাবার ও মৌসুমি ফল।

তারা আরো বলেন, বিক্রি যা–ই হোক, এ মেলায় না এলে ভালো লাগে না। বিভিন্ন জায়গায় হাটবাজার গড়ে উঠেছে। মেলায় যা পাওয়া যায়, তা প্রায় সারা বছরই কেনা বেচা হয়।  আমাদের বারো মাসে তেরো পার্বণ। তবে  এ পার্বণের বাইরে আরেকটি উৎসব। এ উৎসবে সব বয়সী নারীর অংশগ্রহণ মেলাকে জমজমাট করে তোলে।’

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০