সর্বশেষ :

বরগুনা-২ আসনে ৬ প্রার্থীই দূর্বল, থেমে নেই নৌকার প্রচারণা


মো: নাজমুল পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
প্রকাশের সময় : জানুয়ারি ২, ২০২৪ । ৩:২৮ অপরাহ্ণ
বরগুনা-২ আসনে ৬ প্রার্থীই দূর্বল, থেমে নেই নৌকার প্রচারণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৪ দিন। পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা নিয়ে গঠিত বরগুনা ২ আসন। এ আসনে চলতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে লড়াইয়ের জন্য এখনো পর্যন্ত ৭ জন প্রার্থীর নাম রয়েছে তবে তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতানা নাদিরার পক্ষে (নৌকা প্রতীক) প্রচারণায় মাঠে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এছাড়া অন্য ৬ জন প্রার্থীর দূর্বল অবস্থান দিনদিন স্পষ্ট হচ্ছে বিশেষ করে এ আসনের গুরুত্বপূর্ণ একটি উপজেলা পাথরঘাটার নির্বাচনি পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় যে একদিকে সকল ওয়ার্ডে ওয়ার্ডে চলছে নৌকার প্রচারণা অন্যদিকে ৬ প্রার্থীর নাম সহ প্রতীকের খবরও অনেকের অজানা।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (হাতুড়ী প্রতীক) প্রার্থী জাকির হোসেন রাজু, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বিএনএম (নোঙ্গর প্রতীক) প্রার্থী প্রফেসর ড. আবদুর রহমান খোকন,

তৃণমূল বিএনপি (সোনালী আশ প্রতীক) কামরুজ্জামান লিটন, বাংলাদেশ কংগ্রেস (ডাব প্রতীক) মো. মিজানুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা প্রতীক) মো. আবুবক্কর সিদ্দিক ও বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা প্রতীক) প্রার্থী শাহ মো. আবুল কালাম।

পাথরঘাটার সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিংবা বাজারগুলোতে নৌকা প্রতীক বেশি দেখা গেলেও প্রায় সব দলেরই পোস্টার, ব্যানার দৃশ্যমান হচ্ছে এছাড়া মাইকিং চলছে পুরো উপজেলায় যাতে নৌকার প্রচারণার আওয়াজের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন মার্কার প্রচারের আওয়াজ কিছু সময় হলেও শোনা যাচ্ছে।

এরই মধ্যে নৌকা প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছে সুলতানা নাদিরা সহ আওয়ামী লীগের পাথরঘাটা উপজেলার নেতৃবৃন্দ। এদিকে বাকি প্রার্থীদের মধ্যেও কয়েকজন প্রার্থীকে পাথরঘাটা উপজেলার কিছু কিছু স্থানে লিফলেট বিলি করা সহ প্রচারণার কাজে দেখা যাচ্ছিলো গত কয়েকদিনে।

নৌকা প্রতীকের প্রার্থী সুলতানা নাদিরা এ আসনের প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর সহধর্মিণী এবং বর্তমান ৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।

গোলাম সবুর টুলু ২০১৩ সালে সড়ক দুর্ঘটনায় মারা গেলে পরবর্তীতে এ আসনে কয়েকবার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও শুরুমাত্র এবারেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টুলু’র পরিবার থেকে নৌকা প্রতীক নিয়ে মাঠে এসেছেন।

বর্তমানে নৌকার বিপক্ষে শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সুলতানা নাদিরার বড় চ্যালেঞ্জ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো সেকারণে তাদের মাঠ একপ্রকার ফাঁকা থাকলেও নেতাকর্মীরা ব্যস্ত রয়েছেন প্রচার প্রচারণা সহ ভোটারদের ভোটকেন্দ্রে দাওয়াত দেওয়ার কাজে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১