সর্বশেষ :

নাজিরপুরে ১৩ প্রিজাইডিং কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগ


নাজিরপুর উপজেলা প্রতিনিধি #
প্রকাশের সময় : জানুয়ারি ১, ২০২৪ । ৯:০০ অপরাহ্ণ
নাজিরপুরে ১৩ প্রিজাইডিং কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে ১৩ প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে পিরোজপুর-১ আসনের (নাজিরপুর, পিরোজপুর সদর, ইন্দুরকানী) স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) একেএমএ আউয়ালের পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ওই প্রিজাইডিং কর্মকর্তারা সকলেই উপজেলা সদরের সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক বলে জানা গেছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠছে।

জানা গেছে, একেএমএ আউয়াল প্রথমবার সংসদ সদস্য হয়ে হয়ে উপজেলা বিএনপির সাবেক সভপতি নজরুল ইসলাম খানের অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করে উপজেলা সদরের ওই মহিলা কলেজটি প্রতিষ্ঠা করেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের কর্মী শেখ মো. আল আমীন বলেন, প্রিসাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্বে থাকা ওই কলেজের কয়েক শিক্ষক প্রকাশ্যে ঈগল প্রতীকের প্রার্থী আউয়ালের পক্ষে কাজ করছেন। এমনকি তারা পাঠদানের সময় ছাত্রীদের কাছেও ভোট চাচ্ছেন বলে কয়েক ছাত্রী জানিয়েছেন।

কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার কলেজের বিভিন্ন বিষয়ের ১৩ শিক্ষক প্রিসাইডিং কর্মকর্তা হিসাবে গত শনিবার প্রশিক্ষণ নিয়েছেন বলে নিশ্চিত করেছেন। কলেজটি সরকারি ঘোষণা হলেও এখনো এমপি বা বেতন চালু হয়নি।

সহকারী রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তন্বী বলেন, এ ব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ দেন নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, পিরোজপুর-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) হিসাবে জেলা আ.লীগের সভাপতি একেএমএ আউয়াল প্রতিদ্বন্দ্বীতা করছেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১