সর্বশেষ :

হাতীবান্ধায় বৃষ্টির জন্য সালাতুল ইস্তেকার সালাত ও মুনাজাত অনুষ্ঠিত


ফারুক আহমেদ, লালমনিরহাট: 
প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৪ । ১২:২৫ অপরাহ্ণ
হাতীবান্ধায় বৃষ্টির জন্য সালাতুল ইস্তেকার সালাত ও মুনাজাত অনুষ্ঠিত
লালমমিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেকার সালাত ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের ন্যায় রংপুর বিভাগেও চলছে তাপপ্রবাহ, এই তাপ প্রবাহে পূড়ে যাচ্ছে কৃষকের ফসল,পানির জন্য চলছে হাহাকার,অকালেই পেকে যাচ্ছে ভুট্টার ক্ষেত, বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসল, কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল তাই বৃষ্টির আশায় বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখার) আদায় করেছে শত শত মানুষ।
গত মঙ্গলবার সকালে উপজেলার বড়খাতা বাজার  ব্যবসায়িদের উদ্যোগে বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এ বিশেষ নামাজ ও মুনাজাতে বিভিন্ন এলাকার মুসল্লিগণ অংশগ্রহণ করে। প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করে, সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টি চেয়ে দোয়া করছেন তারা।
বিশেষ নামাজ আদায় করতে আসা মুসল্লী আহসান হাবিব লাভলু বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টি ও তাপপ্রবাহের কারণে কৃষকের ফসলের ক্ষতি সহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাই আল্লাহর কাছে  বৃষ্টি চেয়ে আমরা বিশেষ নামাজ আদায় ও দোয়া করেছি।
এ বিশেষ নামাজ আদায় শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য দোয়া পরিচালনা করেন, বড়খাতা নুরানি জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা মুফতি নাজমুল হুদা সাদী।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০