সর্বশেষ :

শ্রীনগরে রক্তিম রঙে প্রকৃতি রুপে  কৃষ্ণচূড়া ফুল


তারিকুল ইসলাম ,মুন্সীগঞ্জ :
প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৪ । ৬:৪৩ অপরাহ্ণ
শ্রীনগরে রক্তিম রঙে প্রকৃতি রুপে  কৃষ্ণচূড়া ফুল
গ্রীষ্মকালের বাহার কৃষ্ণচূড়া ফুল। সবুজ চিরল চিরল পাতার ফাঁকে লাল কৃষ্ণচূড়া ফুল। এক নজর দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়, মন নেচে ওঠে আনন্দে। কালবৈশাখীর কালো মেঘের মধ্যেও উঁকি দেয় লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া গাছের বৈজ্ঞানিক নাম ডেলো নিক্স রোজিয়া। এটি ফ্যাবেসি পরিবারের অন্তর্গত একটি গাছ, যা গুলমোহর, নামেও পরিচিত।
কৃষ্ণচূড়ার আবীর নিয়ে প্রকৃতি সেজে উঠেছে বর্ণিল রূপে। দেখলেই মনে হয় কৃষ্ণচূড়ার রক্তিম রঙে প্রকৃতিতে আগুন জ্বলছে।  বৈশাখ এলেই লাল লাল হয়ে হেঁসে উঠে এই কৃষ্ণচূড়া ফুল।
চোখ ধাঁধানো কৃষ্ণচূড়ার সৌন্দর্য যেন হার মানায় ঋতুরাজকেও। ঋতুচক্রের আবর্তনে কৃষ্ণচূড়া তার মোহনীয় সৌন্দর্যে নিয়ে হাজির হয়েছে প্রকৃতির মাঝে।
জানা গেছে, কৃষ্ণচূড়া ফুল লাল ও হলুদ রঙের দুটি জাতের হয়ে থাকে। আমরা না জেনে দুটিকেই কৃষ্ণচূড়া ও হলুদ রঙের ফুলকে রাধাচূড়া বলা হয়।
চারপাশে মৃত্যুর মিছিল। তবু থেমে নেই প্রকৃতি। প্রকৃতি চলছে তার নিজস্ব গতিতে। বৈরী এ সময়ও তার নিয়ম মেনে ঠিকই ফুটছে কৃষ্ণচূড়া। বালাশুরে মিটুল সুপার মার্কেটের সামনে থেকে তোলা ছবি।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০