৪৩ তম বিসিএসের ২৬৭ জন নতুন সহকারী কমিশনারের নিয়োগ


অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ । ৫:১০ অপরাহ্ণ
৪৩ তম বিসিএসের ২৬৭ জন নতুন সহকারী কমিশনারের নিয়োগ
সংগৃহীত ছবি

৪৩ তম বিসিএসের ২৬৭ জন প্রার্থীর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ৪৩ তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ অনুসারে তাদের সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত কর্মকর্তাদের প্রশাসন ক্যাডারের অধীনে সহকারী কমিশনার হিসেবে কাজ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে পদায়ন করা হয়েছে। এছাড়া তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে নিজ নিজ বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যোগদান করতে হবে। তাদের চাকরির প্রথম ধাপটি শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে শুরু হবে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১