হকির মাঠে মিলন, জীবনের নতুন অধ্যায়ে শুরু সোহানুর রহমান সবুজ ও তাসনিম আক্তার মিমের


অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ । ১২:১৪ অপরাহ্ণ
হকির মাঠে মিলন, জীবনের নতুন অধ্যায়ে শুরু সোহানুর রহমান সবুজ ও তাসনিম আক্তার মিমের
সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের প্রতিভাবান খেলোয়াড় তৈরির আঙিনা হিসেবে পরিচিত, আর এখান থেকেই নতুন জীবনের পথচলা শুরু করলেন জাতীয় হকি দলের সদস্য সোহানুর রহমান সবুজ এবং নারী হকি তারকা তাসনিম আক্তার মিম।

১০ জানুয়ারি, শুক্রবার বিকেএসপিতে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের অনুষ্ঠান। দুই হকি খেলোয়াড়ের বিয়ের অনুষ্ঠানটি হকি অঙ্গনে এক বিশেষ মিলনমেলা হয়ে উঠে। বিয়ের পর, হকি টার্ফে তারা একে অপরের সাথে বল-স্টিক হাতে পোজ দিয়ে ছবি তোলেন, যা তাদের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত প্রকাশ করে।

তিন বছরের সম্পর্কের পর, দুই পরিবারের সম্মতিতে তারা তাদের নতুন জীবনের শুরু করতে চলেছেন। সবুজ জানান, তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে কর্মরত থাকায় প্রথমে অনুমতি নিতে হয়েছিল, তবে চাকরির চার বছর পূর্ণ হওয়ায় তাদের বিয়ে সম্পন্ন হয়।

সবুজ বলেন, “হকির মাধ্যমে আমাদের পরিচয়। আমার পক্ষ থেকে মিমের খেলোয়াড় জীবন নিয়ে কোনো বাধা নেই। সে যদি খেলতে চায়, খেলবে।”

সোহানুর রহমান সবুজ বাংলাদেশ জাতীয় হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত। তিনি গত মৌসুমে প্রিমিয়ার হকি লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এবং লিগের ইতিহাসে ৪০ গোলের মাইলফলক ছুঁতে সক্ষম হয়েছিলেন।

অন্যদিকে, তাসনিম আক্তার মিমও হকিতে নিজের প্রতিভা প্রমাণ করেছেন। ২০১৯ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ নারী হকি দলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। বর্তমানে দল থেকে বাইরে থাকলেও, দলে ফিরতে তিনি কঠোর পরিশ্রম করছেন।

এভাবে হকি অঙ্গনে দুটি প্রতিভাবান খেলোয়াড়ের এক নতুন অধ্যায় শুরু হলো, যা তাদের জন্য নতুন আশা ও সম্ভাবনা সৃষ্টি করেছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১