ঘুমের মধ্যে দেখা এক নম্বর, যা স্বপ্নের ভেতর এসে হাজির হয়েছিল, তা রূপ নিয়েছিল বাস্তবতায়। মেরিল্যান্ডের এক দম্পতির জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা আজ সবার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার সূত্রপাত যখন স্ত্রী স্বপ্নে একটি বিশেষ নম্বর দেখেন।
ঘুম ভেঙে ওই নম্বরটি তিনি তার স্বামীকে জানিয়ে দেন। স্বামীও সিদ্ধান্ত নেন, ওই নম্বরটি দিয়ে লটারি টিকিট কিনে দেখবেন।
এক দিক থেকে সুযোগটি প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল, কারণ তিনি শেষ মুহূর্তে লটারি খেলার কথা ভুলেই গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত, তিনি ওই স্বপ্নের নম্বর দিয়ে একটি ‘পিক-৫’ লটারির টিকিট কেনেন অক্সন হিলের একটি দোকান থেকে। এবং ২০ ডিসেম্বরের সন্ধ্যায় ড্রয়ের ফলাফলে সেই টিকিটটি জিতে নেয় ৫০ হাজার ডলার।
এ ঘটনা জানার পর স্বামী বিস্মিত হলেও, তিনি বিশ্বাস করেন যে ভাগ্যের ছোঁয়া একেবারে সঠিক সময়ে এসেছে। দম্পতি এখন লটারির অর্থ কীভাবে খরচ করবেন, সে বিষয়ে পরিকল্পনা করছেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :