সন্দ্বীপ-চট্টগ্রাম নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জামায়াতের অবস্থান কর্মসূচি


অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ । ৬:৩৯ অপরাহ্ণ
সন্দ্বীপ-চট্টগ্রাম নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জামায়াতের অবস্থান কর্মসূচি
সংগৃহীত ছবি
সন্দ্বীপ-চট্টগ্রাম নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবার মাঠে নেমেছে জামায়াত। শনিবার (১১ জানুয়ারি) কুমিরা ফেরিঘাটে অবস্থান কর্মসূচির মাধ্যমে চাঁদাবাজি বন্ধ এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় জামায়াত নেতারা।
উত্তর জেলা জামায়াতের আয়োজিত এই কর্মসূচিতে তারা জানান, কোনো ষড়যন্ত্র বা অনিয়মের কারণে ফেরিঘাটের নির্মাণকাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম ও সন্দ্বীপের মধ্যে সরাসরি ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেয় নৌপরিবহন মন্ত্রণালয়। গত ১৯ ডিসেম্বর এই নৌপথে ফেরি চলাচলের জন্য অবকাঠামো নির্মাণকাজের উদ্বোধন হয়। তবে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ ঘাট ইজারাদার, বিআইডব্লিউটিসি, এবং কিছু দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, সন্দ্বীপের মানুষ অনেক বছর ধরে হয়রানি সহ্য করছে, কিন্তু এখন আর সেই সময় নেই। জনগণের দাবি, নদী পারাপারের জন্য টেকসই ও স্থায়ী সমাধান প্রয়োজন। চাঁদাবাজি আর চলবে না।
বৈষম্যবিরোধী যাত্রী আন্দোলনের সমন্বয়ক নজরুল ইসলাম বলেন, “সন্দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের সময় এসেছে। কেউ যদি এ পরিবর্তন ব্যাহত করার চেষ্টা করে, আমরা তা প্রতিহত করব।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, এবং কর্মপরিষদ সদস্য মাস্টার নুরুছালাম, আব্দুল কুদ্দুস প্রমুখ।

ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১