লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার নতুন চিকিৎসা পরিকল্পনা শুরু


অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ । ১০:২৯ পূর্বাহ্ণ
লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার নতুন চিকিৎসা পরিকল্পনা শুরু
সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডনের একটি ক্লিনিকে অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১০ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় বিকেল ৩টায় এক সংবাদ ব্রিফিংয়ে ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণে প্রতিদিন ডাক্তাররা নিয়মিত তাকে পরীক্ষা করছেন। ইউরোপে বাৎসরিক ছুটি শেষে কনসালটেন্টরা ধীরে ধীরে ফিরছেন। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সদস্যরাও লন্ডনে উপস্থিত আছেন। তারা ব্রিটিশ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে পরিকল্পনা করছেন।

ডা. জাহিদ দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, তার চিকিৎসা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এর আগে, উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেলে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জোবাইদা রহমান।

তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান। বিমানবন্দরে মা-ছেলের আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত অনেকেই।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১