মিরপুরে মাদক বিরোধী অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার


আশিক, মিরপুর
জানুয়ারি ১১, ২০২৫ । ১০:৫৪ পূর্বাহ্ণ
মিরপুরে মাদক বিরোধী অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার মিরপুরে মালিকবিহীন অবস্থায় অস্ত্র এবং গুলি উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি।
বৃহস্পতিবার রাত দুইটার সময়  সময় কুষ্টিয়া মেহেরপুর সড়কের নওদাপাড়া ব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযান থেকে মালিক বিহীন অবস্থায় একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুষ্টিয়া।
গত শুক্রবার  দুপুর ৪ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি।
এ সময় বিজিবি সূত্রে আরো জানা যায়,সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ০৯ জানুয়ারি রাত সাড়ে নয়টার সময় ৪৭ বিজিবির সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া জেলার মিরপুর থানার অন্তর্গত নওদাপাড়া ব্রীজ হতে আনুমানিক ৩০ গজ উত্তরে পরিত্যাক্ত একটি টং ঘরে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০১টি সিঙ্গেল সুটার পিস্তল এবং ০১ রাউন্ড (লট নং KF-12) গুলি উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক সিজার মূল্য ১,০০,২০০/- (এক লক্ষ দুইশত) টাকা।

ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১