মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান


অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ । ১১:৪০ পূর্বাহ্ণ
মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
সংগৃহীত ছবি

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে, যুক্তরাজ্যের কনকনে শীত উপেক্ষা করে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সেখানে যান।

এ সময় একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়, যেখানে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপীয় সমন্বয়ক কামাল হোসেন। ভিডিওর ক্যাপশনে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য নিজ হাতে রান্না করা খাবার নিয়ে এসেছেন তার বড় ছেলে, তারেক রহমান।

এদিন, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ৭ জানুয়ারি লন্ডনে আসেন এবং সেখানে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হলেও মানসিকভাবে সুস্থতা পেলে চিকিৎসা সহজ হবে। তারেক রহমান সারাদিন হাসপাতালে থেকে তার মায়ের চিকিৎসা তদারকি করছেন।

ড. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, খালেদা জিয়া বর্তমানে মানসিকভাবে চাঙ্গা আছেন এবং চিকিৎসকরা তার সুস্থতার জন্য পরামর্শ দিয়েছেন। পরিবারের সদস্যরা তার পাশে থেকে তাকে সাহস যুগাচ্ছেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১