বিআরটিএর কার্যক্রম উন্নতি না হলে বন্ধের চিন্তা সরকার


অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ । ৮:১১ অপরাহ্ণ
বিআরটিএর কার্যক্রম উন্নতি না হলে বন্ধের চিন্তা সরকার
সংগৃহীত ছবি

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) উন্নতির জন্য সরকারের এক মাসের সময়সীমা পায় ১৯ ডিসেম্বর, ২০২৪। এই সময়ের মধ্যে কিছুটা অগ্রগতি হলেও, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান যে, বিআরটিএ’র কাজের মান এখনও গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছাতে পারেনি।

গত শনিবার (১১ জানুয়ারি) বিআরটিএ ভবনে এক সভায় তিনি স্পষ্টভাবে বলেছেন, বিআরটিএ’র কর্মকর্তাদের আচরণ গ্রহণযোগ্য নয় এবং সঠিক উন্নতি না হলে বিআরটিএ বন্ধের বিষয়টি চিন্তা করা হবে।

উপদেষ্টা আরও বলেন, বিআরটিএ’র কার্যক্রম প্রতিনিয়ত মনিটরিং করা হবে এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে চলমান অভিযান আরও শক্তিশালী করা হবে। গত বছর সড়ক দুর্ঘটনায় ৭,২৯৪ জন প্রাণ হারান এবং ১২,০০০’র বেশি মানুষ আহত হন, যা আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেশি।

সড়ক দুর্ঘটনা কমানোর জন্য বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বিশেষ করে যদি দুর্ঘটনা ঘটানোর ক্ষেত্রে গাড়ির ফিটনেস বা চালকের লাইসেন্স সমস্যা থাকে।

ফাওজুল কবির খান জানান, বর্তমানে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষা প্রক্রিয়া জটিল হওয়ায়, এটি সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হবে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১