আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসী বাংলাদেশি এবং যুব সমাজকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কুয়েতের সালুয়া সি সাইডে জুমেরিদা হলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা, দেশে বিনিয়োগ সহজ করতে ব্যবসায়িক লাইসেন্সের জন্য ওয়ান স্টপ সার্ভিস, প্রবাসীদের অগ্রাধিকারসহ সবার জন্য সমান আইনের নীতি বাস্তবায়ন করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড. খলিলুর রহমান মাদানী, কুয়েত মানবাধিকার কমিশনের কর্মকর্তা, কুয়েত সংসদের সাবেক সদস্য আদেল দামকী, ইসলাম প্রেজেন্টেশন কমিটির কর্মকর্তা আম্মায় আল কান্ডারীসহ আরও অনেকে।
প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে জামায়াত নেতা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের ভোটাধিকার নিশ্চিত করা সময়ের দাবি।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :