পীরগঞ্জে একতাবন্ধন যুব ফোরামের শীতবস্ত্র বিতরণ


মাসুদ রানা,পীরগঞ্জ
জানুয়ারি ১১, ২০২৫ । ৫:৩৬ অপরাহ্ণ
পীরগঞ্জে একতাবন্ধন যুব ফোরামের শীতবস্ত্র বিতরণ
সংগৃহীত ছবি
রংপুরের পীরগঞ্জে একতাবন্ধন যুব ফোরাম মানবিক উদ্যোগের অংশ হিসেবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ২য় ধাপে শীতবস্ত্র বিতরণ করেছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে সংগঠনের সদস্যরা সুবিধাভোগীদের বাড়ি বাড়ি গিয়ে এই শীতবস্ত্র পৌঁছে দেন।
শীতের তীব্রতায় ভোগান্তির শিকার দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ রতন মিয়া। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। এ কার্যক্রমের মাধ্যমে আমরা অসহায় মানুষদের পাশে থাকতে চাই।”
একতাবন্ধন যুব ফোরামের সভাপতি মেহেদী হাসান জানান, সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে তহবিল সংগ্রহ করেছেন এবং এলাকার অসহায় মানুষের তালিকা প্রস্তুত করে তাদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন, “শীতের এই সময়ে এমন সহযোগিতা আমাদের জীবনে অনেক স্বস্তি এনে দিয়েছে। আমরা এই সংগঠনের প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, একতাবন্ধন যুব ফোরাম গত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের উদ্যোগে বিভিন্ন সময় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ, ঈদ উপহার, ইফতার বিতরণ, রক্তদান, শিক্ষাসামগ্রী প্রদান,স্বাস্থ্যসেবা কার্যক্রম,দরিদ্রদের দাফনের কাফন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার আশা প্রকাশ করেছে।

ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১