পররাষ্ট্র উপদেষ্টা: দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা জরুরি


অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ । ২:০১ অপরাহ্ণ
পররাষ্ট্র উপদেষ্টা: দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা জরুরি
সংগৃহীত ছবি

পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি রাজনৈতিক দলের শাখার সংখ্যা বিদেশে অনেক বেশি, যা দেশের ইমেজের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল, স্লোগান বা অশোভন আচরণ দেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং বিদেশে আমাদের শত্রুতার মনোভাব তুলে ধরছে।

এসব ঘটনা ব্র্যান্ডিং বাংলাদেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন আরও জানান, রাজনৈতিক অস্থিরতা দ্রুত কেটে গেলে বাংলাদেশের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিগগিরই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে একটি রোডম্যাপ ঘোষণা হবে।

ভারতের বিরুদ্ধে বাংলাদেশে নেতিবাচক প্রচারণা চালানোর বিষয়েও তিনি মন্তব্য করেন। গত চার মাসে ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে যে ভুল তথ্য প্রচার করছে, তা রুখে দিতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে সীমান্তে যুদ্ধাবস্থা এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে কার্যকর প্রচারণা চালানোর জন্য তিনি গণমাধ্যমের সহায়তা চান।

এছাড়া, প্রবাসীদের সহায়তায় বাংলাদেশি দূতাবাসের কার্যক্রম নিয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, কিছু অভিযোগ সত্য হলেও, প্রবাসীদের হয়রানি করা হলে সরকার তা প্রতিহত করবে এবং সর্বোচ্চ ব্যবস্থা নেবে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১