২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফুটবলবিশ্ব কাঁপিয়েছিল বার্সেলোনার ত্রিফলা আক্রমণ—লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমার। সেই সময়টিকে বার্সেলোনার ‘স্বর্ণযুগ’ হিসেবে বিবেচনা করা হয়। ত্রিফলার অসাধারণ পারফরম্যান্সে ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনা জিতেছিল ঐতিহাসিক ‘ট্রেবল’—লা লিগা, কোপা দেল রে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ। তিন বছরে তারা যৌথভাবে ৩৬৪টি গোল এবং ১৭৩টি গোলে সহায়তা করেছিল।
তবে ২০১৭ সালে নেইমার পিএসজিতে যোগ দিয়ে দলবদলের বিশ্বরেকর্ড গড়ার পর এই ত্রিফলা আর একসঙ্গে দেখা যায়নি। মেসি ও নেইমার একসঙ্গে পিএসজিতে খেললেও সুয়ারেজ ছিলেন অন্য দলে। বর্তমানে মেসি ইন্টার মায়ামিতে খেলছেন, আর তার সঙ্গী হিসেবে আছেন সুয়ারেজ।
সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার ইন্টার মায়ামিতে মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও খেলার ইচ্ছার কথা জানিয়েছেন। নেইমার বলেছেন, “মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও খেলতে পারাটা হবে অসাধারণ। ফুটবল বিস্ময়ে ভরপুর, তাই কিছু বলা যায় না।”
তবে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো নেইমারকে দলে ভেড়ানোর সম্ভাবনাকে একেবারেই নাকচ করে দিয়েছেন। এমএলএস মিডিয়া ইভেন্টে তিনি বলেন, “এই মুহূর্তে নেইমারকে দলে নেওয়া অসম্ভব। নেইমার একজন অসাধারণ খেলোয়াড়, তবে এমএলএসের বেতন কাঠামো অনুযায়ী তাকে নেওয়া সম্ভব নয়।”
মাসচেরানো আরও বলেন, “নেইমার, মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলেছি, সেই স্মৃতিগুলো দারুণ। তবে এখন আমরা ভিন্ন যুগে আছি। ফুটবলে যেকোনো কিছু সম্ভব, কিন্তু সেসব বাস্তবায়ন করা বেশ জটিল।”
বার্সেলোনার সেই সোনালি যুগের ত্রিফলাকে একসঙ্গে ফের মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহল থাকলেও বাস্তবতা বলছে, এমন কিছু শিগগিরই সম্ভব নয়।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :