বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটালেন তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে জাতীয় দলে অনুপস্থিত থাকার পর, এবার তিনি স্থায়ীভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। গতকাল (শুক্রবার) নিজের ফেসবুক পেজে এ সিদ্ধান্তটি ঘোষণা করেছেন তামিম, যা ক্রিকেটপ্রেমীদের জন্য ছিল এক আবেগময় মুহূর্ত।
তামিমের বিদায়ের পর তাঁর সতীর্থরা এবং বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) থেকে এসেছেন আন্তরিক বার্তা। শনিবার (১১ জানুয়ারি) বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তামিমের ছবি পোস্ট করে এবং এক আবেগপূর্ণ ক্যাপশনে জানায়, “বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালের বিদায় মানে এক অসাধারণ ক্রিকেট অধ্যায়ের শেষ। আপনি অসংখ্য স্মরণীয় মুহূর্ত এবং সেঞ্চুরির মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে চিরকাল জ্বলজ্বল করে থাকবেন।”
২০১০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে গৌরব এনে দেওয়া তামিম ইকবাল ২০২৩ সালে আচমকা অবসর ঘোষণা করেন, যখন তিনি ছিলেন দলের অধিনায়ক। এরপর, নানা আলোচনার মাঝে ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দুটি ম্যাচ খেলেন। তবে সাকিব আল হাসানের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন নতুন দিকে মোড় নেয়। অবশেষে, এখন তিনি পুরোপুরি বিদায় নিলেন দেশের ক্রিকেট থেকে।
তামিমের বিদায়ে বিসিবি জানায়, তিনি শুধুমাত্র একটি ক্রিকেটার নন, বরং বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস জাগিয়েছেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :