টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের করণীয় বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি এবং পোড়াবাড়ি পাবলিক ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ জাহিদুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ এজহারুল হক।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মতিউর রহমান, লোকের পাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাইফুল ইসলাম এবং ঘাটাইল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আতিকুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং শিক্ষকদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :