বলিউডে এখন পুষ্পা ছবির জয়জয়কার। ছবির দুর্দান্ত সাফল্যে জনপ্রিয়তার শীর্ষে অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি বর্তমানে ব্যস্ত সালমান খানের বহু প্রত্যাশিত ছবি ‘সিকান্দার’-এর শুটিংয়ে। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ, সম্প্রতি জিমে প্রশিক্ষণ নেওয়ার সময় গুরুতর চোট পেয়েছেন রাশমিকা। এ কারণে সাময়িকভাবে ‘সিকান্দার’-এর শুটিং স্থগিত করা হয়েছে।
জানা গেছে, সালমান খান ও রাশমিকা মান্দানা মুম্বাইয়ে ছবির শেষ শিডিউলের শুটিং করবেন। ‘সিকান্দার’ ছবিতে সালমান ও রাশমিকার পাশাপাশি দেখা যাবে কাজল আগরওয়াল, সত্যরাজ, অনন্ত মহাদেবন, শারমন জোশি, প্রতীক বব্বর, নবাব শাহ এবং অঞ্জিনি ধাওয়ানকে। ছবিটি আগামী মার্চে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এছাড়াও রাশমিকার হাতে রয়েছে আরও বেশ কিছু ছবি। অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ এবং ভিকি কৌশলের সঙ্গে ‘ছাভা’ ছবিতেও তিনি অভিনয় করছেন। তবে আপাতত, ‘সিকান্দার’-এর জন্য রাশমিকার দ্রুত সুস্থতার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :