কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেল অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ । ৬:৩৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেল অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার  বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে কটিয়াদী উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কটিয়াদী উপজেলা কমিটির প্রধান উপদেষ্ঠা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা কমিটির উপদেষ্ঠা মাহমুদুল হাসান,
কিশোরগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, কটিয়াদী উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কটিয়াদী শাখার উপদেষ্টা সাইদুল হক বিএসসি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ও কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মোড়ল প্রমূখ।
দ্বি-বার্ষিক সম্মেলন বক্তাগণ বলেন শ্রমিকদের সময়মতো ন্যায্য মজুরি প্রদান, ইসলামিক শ্রমনীতি বাস্তবায়ন ও শিশুশ্রম বন্ধসহ শ্রমিকদের কল্যাণে সরকারকে যুগোপযোগী সিদ্বান্ত নেওয়ার আহ্বান জানান।
সম্মেলন উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন।

ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১