কক্সবাজারে ফ্রি হানিমুনসহ বিয়ের আয়োজন, সম্পূর্ণ বিনামূল্যে!


অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ । ১:০৭ অপরাহ্ণ
কক্সবাজারে ফ্রি হানিমুনসহ বিয়ের আয়োজন, সম্পূর্ণ বিনামূল্যে!
সংগৃহীত ছবি

চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সম্পূর্ণ বিনা খরচে বিয়ে এবং হানিমুনের আয়োজন করছে। ফাউন্ডেশনটির উদ্যোগে বর-কনের জন্য বিয়ের পোশাক, সাজ, আনুষাঙ্গিক সবকিছুই প্রদান করা হবে। এই আয়োজনের অংশ হিসেবে ১০০ জন অতিথির আপ্যায়ন এবং কক্সবাজারে একটি ফ্রি হানিমুন প্যাকেজও থাকবে। তবে একমাত্র শর্ত হলো, বিয়েটি যৌতুকবিহীন হতে হবে এবং নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে।

আগামী ১৮ জানুয়ারি, শনিবার বসবে এই বিয়ের আসর। রেজিস্ট্রেশন করতে হবে ১০ জানুয়ারির মধ্যে। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এই উদ্যোগের মাধ্যমে ৭টি সুবিধা প্রদান করবে:

১. বিয়ের রেজিস্ট্রেশন ফি ছাড়া ২. বর-কনের পোশাক প্রদান ৩. কনের সাজ, প্রসাধনী ও গয়নার ব্যবস্থা ৪. ১০০ জন অতিথির আপ্যায়নের ব্যবস্থা ৫. কমিউনিটি সেন্টারের ভাড়া ফাউন্ডেশন কর্তৃক ৬. কক্সবাজারে হানিমুনের সুযোগ ৭. বিয়ের পর কাউন্সিলিং সেবা

ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাছির উদ্দিন জানিয়েছেন, “যৌতুকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এবং নির্ধারিত দেনমোহর আদায়ের জন্য আমরা এই আয়োজনটি করছি, যা নারীর অধিকার সুরক্ষা ও সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে।”

এছাড়া, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১