প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সিলেটে এক অনুষ্ঠানে বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা ভবিষ্যতে সময়ই নির্ধারণ করবে। তিনি জানান, সিইসি নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করবে।
নাসির উদ্দীন বলেন, সময় আসলে দেখা যাবে কোন দলের নিবন্ধন থাকবে এবং কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তিনি আরও উল্লেখ করেন যে, সিইসি বর্তমানে এ ব্যাপারে কাজ করছে।
সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করবে নির্বাচন কমিশন, জানান সিইসি।
এছাড়া, তিনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক ছিলেন এবং একদিনে সব নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মত প্রকাশ করেন। সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে এবং প্রবাসীরা এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :