জীবনের প্রতিটি ধাপে যারা পাশে থেকেছেন, আপনার সফলতার পথে যাঁরা অনুপ্রেরণা হয়েছেন, আজ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার দিন। কারণ, আজ ১১ জানুয়ারি, ‘তোমাকে ধন্যবাদ’ দিবস বা ‘থ্যাঙ্ক ইউ ডে’।
আজকের দিনে কেবল তাদেরই ধন্যবাদ জানাবেন না যারা সুখ-দুঃখে পাশে থেকেছেন, বরং তাদেরও ধন্যবাদ দিন যারা আপনাকে অবহেলা করেছেন, কষ্ট দিয়েছেন। কারণ তাদের প্রত্যাখান বা অবহেলাই আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে, আপনার সফলতার পথ তৈরি করেছে।
‘তোমাকে ধন্যবাদ’ দিবসের যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। যুক্তরাষ্ট্রের ‘উদ্যাপন গুরু’ আদ্রিয়েন সু কুপারস্মিথ এই দিনের ধারণাটি প্রথম তুলে ধরেছিলেন। বছরের শুরুতেই প্রিয়জনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, যারা আমাদের জীবন সুন্দর করেছে তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া কতটা গুরুত্বপূর্ণ।
‘ধন্যবাদ’ শব্দটির ইতিহাসও বেশ পুরোনো। ধারণা করা হয়, ৪৫০ থেকে ১১০০ খ্রিস্টাব্দের মধ্যে এর উৎপত্তি। ১৪০০-এর দশকে ইউরোপে শুভেচ্ছা কার্ডে ‘ধন্যবাদ’ লেখার প্রচলন শুরু হয়। এরপর ধন্যবাদ জানানোর অভ্যাস ছড়িয়ে পড়ে ব্যবসা-বাণিজ্যের জগতে, যা আজ বিশ্বজুড়ে একটি শিষ্টাচারের অংশ।
আজকের দিনে প্রিয়জনকে ফেসবুক, ইমেইল বা চিঠির মাধ্যমে কৃতজ্ঞতা জানান। একটি ছোট্ট ‘তোমাকে ধন্যবাদ’ শব্দ আপনার এবং প্রাপকের হৃদয়ে গভীর প্রভাব ফেলতে পারে। কারণ, ধন্যবাদ একটি জাদুকরী শব্দ যা আত্মবিশ্বাস বাড়ায় এবং সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।
আজ, আপনি কি বলেছেন, ‘তোমাকে ধন্যবাদ’?
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :