রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিসি রওনক জাহান জানান, গ্রেপ্তার হওয়ার পর থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং শাহ আলমকে ধরতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলাও দায়ের করেছে।
বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে রাজধানীর উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল। তবে সেখানে আনার পরই কৌশলে তিনি পালিয়ে যান।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলাসহ একাধিক হত্যা মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ৫ আগস্টের আন্দোলনের ঘটনায় তার নাম আসে। শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদ থেকে তাকে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে বদলি করা হয়েছিল।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, শাহ আলমের পালানোর ঘটনায় থানার দায়িত্বে থাকা এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের একাধিক দল শাহ আলমের খোঁজে সারা দেশে তল্লাশি চালাচ্ছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাহ আলমের পালানোর ঘটনায় পুলিশ বিভাগে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন উঠেছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :