সর্বশেষ :

সবজির বাজারে স্বস্তি, তবে চাল-মাছ-মুরগিতে ভোক্তার মাথাব্যথা


অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ । ২:৪৬ অপরাহ্ণ
সবজির বাজারে স্বস্তি, তবে চাল-মাছ-মুরগিতে ভোক্তার মাথাব্যথা
ফাইল ছবি

শীতের শুরুতে সবজির বাজারে ফিরেছে স্বস্তি। সরবরাহ বেড়ে যাওয়ায় টাটকা শীতকালীন সবজির দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে এসেছে। ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, বেগুনসহ বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ১০-২০ টাকা কমেছে। তবে চাল, মুরগি এবং মাছের বাজারে এখনও অস্বস্তি বিরাজ করছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর মিরপুর ও কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ১০-২০ টাকা, লাউ ৩০-৫০ টাকা এবং প্রতি কেজি মুলা ১৫-২০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুনের দাম ৪০-৫০ টাকা, আর শাকের আঁটি মিলছে ১০-১৫ টাকায়।

অন্যদিকে, করলা, পটল, ঝিঙা, ধুন্দল এবং টমেটোর মতো সবজির দাম তুলনামূলক বেশি। করলা ও ধুন্দল প্রতি কেজি ৬০-৮০ টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা দরে।

আলুর বাজারেও স্বস্তি ফিরেছে। গত সপ্তাহে ৫৫-৬০ টাকা দরে বিক্রি হওয়া আলু এখন ৩০-৪০ টাকায় পাওয়া যাচ্ছে। দেশি পেঁয়াজের দাম কমে ৫০-৫৫ টাকায় এসেছে। তবে রসুন ও আদার বাজারে এখনও ক্রেতাদের গুনতে হচ্ছে চড়া দাম। দেশি রসুন ২৫০ টাকা এবং চীনা আদা ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।

গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মুরগির বাজারে অস্বস্তি আরও বেড়েছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০-২১০ টাকা এবং সোনালি মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও পরিস্থিতি একই রকম। পাবদা ৩৫০-৪০০ টাকা, রুই ৪০০-৪৫০ টাকা, টেংরা ৬৫০ টাকা এবং পাঙাশ ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ভরা মৌসুমেও চালের বাজারে কোনো সুখবর নেই। মানভেদে মিনিকেট চাল ৮৫-৯০ টাকা, নাজিরশাইল ৮০-৯০ টাকা, এবং মোটা চাল ৫৫-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা অভিযোগ করছেন, বাজার মনিটরিংয়ের অভাবে চালের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে।

ভোক্তাদের একটাই প্রশ্ন, “ভরা মৌসুমে যদি চালের এত দাম হয়, তাহলে রমজানে কী হবে?” তারা সরকারের কাছে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১