সর্বশেষ :

সংস্কার এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব: উপদেষ্টা আদিলুর


অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ । ৩:৩৫ অপরাহ্ণ
সংস্কার এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব: উপদেষ্টা আদিলুর
সংগৃহীত ছবি

সবার সহযোগিতা কামনা করে অন্তর্বর্তী সরকারের শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনায় সংস্কারের কাজ এগিয়ে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব।”

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আদিলুর রহমান খান জানান, দীর্ঘদিন ধরে পড়ে থাকা কাজগুলো এগিয়ে নিতে তারা অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছে। সবার সহযোগিতায় সংস্কার কাজ বাস্তবায়ন সম্ভব হবে।”

শিল্প উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশের কোনো নাগরিক যেন নিজেকে বঞ্চিত বা মেইনস্ট্রিমের বাইরে মনে না করেন, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।”

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও বৌদ্ধ সম্প্রদায়ের জন্য রাজধানীতে সৎকারের কোনো ব্যবস্থা ছিল না। অন্তর্বর্তী সরকার সেই ঘাটতি পূরণ করেছে।

তিনি জানান, উত্তরা ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধ মহাবিহারের জন্য ২৩ কাঠা জমিতে একটি সৎকারস্থান নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।”

অনুষ্ঠানটি নতুন সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ও দেশের সব ধর্ম-বর্ণের মানুষের উন্নয়ন সাধনে সরকারের উদ্যোগ তুলে ধরার একটি মঞ্চ হয়ে উঠেছিল।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১