“আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনোই শত ষড়যন্ত্রে”—এই স্লোগানে উদ্দীপ্ত হয়ে শান্তিগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা উদীচীর সহ-সভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টু।
সম্মেলনের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ঝিলমিল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা উদীচীর সভাপতি শ্যামল দেব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জয়ন্ত দেবনাথ। অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা উদীচীর সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, এবং আরও অনেকে।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে শ্যামল দেবকে সভাপতি ও জয়ন্ত দেবনাথকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
সম্মেলন শেষে উদীচীর শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঙ্গীতপ্রেমী দর্শকদের মন জয় করে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :