লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। শুক্রবার সকাল ১০টায় দহগ্রামের ক্লাবপাড়া এলাকায় ৮ বাই ৪১ এস নং ও ৭১ এস নং পিলারের মধ্যবর্তী স্থানে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি বিএসএফ সদস্য ও নির্মাণশ্রমিকদের বেড়া নির্মাণের কার্যক্রম শুরু করতে দেখা যায়।
আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণের অনুমতি নেই। ফসল চাষ ব্যতীত এ এলাকায় অন্য কোনো কার্যক্রম চালানো নিষিদ্ধ। তবে, আইন উপেক্ষা করে বিএসএফের সদস্যরা প্রথমে নির্মাণ শুরু করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা তাদের বাধা দেন।
বাধা দেওয়ার পরপরই বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করলেও কিছুক্ষণ পর অধিকসংখ্যক সদস্য নিয়ে পুনরায় ফিরে এসে ক্ষমতা খাটিয়ে বেড়া নির্মাণ সম্পন্ন করেন।
এলাকাবাসীর অভিযোগ, প্রথমে বিজিবি বাধা দিলেও পরবর্তীতে তারা আর প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
এতে বিএসএফ তাদের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, “বিজিবি যদি বাধা না দেয়, আমরা কিছুই করতে পারব না। তারা আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে রয়েছে।”
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু জানান, খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে শতাধিক সদস্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
তিনি আরও বলেন, “আমরা প্রাথমিকভাবে তাদের বাধা দিয়েছি। তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।”
পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি না হলেও জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন।
দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। বিজিবির প্রাথমিক প্রতিরোধের পরও বিএসএফের এ কার্যক্রম আইন লঙ্ঘনের একটি দৃষ্টান্ত। বিষয়টি নিয়ে দ্রুত কূটনৈতিক পর্যায়ে আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :