লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ অভিযানে ১৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ইয়াকুব আলী (২২) এবং মমিনুর ইসলাম (২০)।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ৮ জানুয়ারি (বুধবার) রাত ৭:৩০ মিনিটে কালীগঞ্জ থানাধীন চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া এলাকার সূর্যমুখী টেকনিক্যাল কলেজের দক্ষিণ পাশে শিয়ালখোয়া বাজার থেকে এই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
বৃহস্পতিবার জেলা পুলিশের ফেসবুক পেজে গ্রেফতারের বিষয়টি প্রকাশ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :