নাটোরের লালপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নির্দেশনায় দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে গন্ডবিল বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন দুড়দুড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুর রহমান (রহম)। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আলী আজগর।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান, ইউপি সদস্য আবদুল হান্নান, বিএনপি নেতা গোলাম কিবরিয়া, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুর রহমান, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মশিউর রহমান সুমন, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জুর আহমেদ রয়েল এবং ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় পরিচালনা করেন মানিক ও বাবু।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :