বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন, তাদের সেই আশা কখনো পূরণ হবে না। বিএনপি আজ একটি শক্তিশালী দল। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচন হবে প্রথম পদক্ষেপ।”
শুক্রবার (১০ জানুয়ারি) দীর্ঘ ১৬ বছর পর দেশে ফেরা বিএনপির অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “আন্দোলন একদিনের ফল নয়। যারা আজ দেশে ফিরেছেন, তারাও এই আন্দোলনের অংশ। বিদেশে বসেও তারা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে কথা বলেছেন। তাদের এই ভূমিকা আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।”
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে আমীর খসরু আরও বলেন, “দেশে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। বিএনপি সেই লক্ষ্যে কাজ করছে।”
জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা তাদের ঐক্য ও সংকল্প পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য দল সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :