সর্বশেষ :

মাইজভাণ্ডারী তরিকার বার্ষিক ওরশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


আহমদ, চট্টগ্রাম
জানুয়ারি ১০, ২০২৫ । ৮:০১ অপরাহ্ণ
মাইজভাণ্ডারী তরিকার বার্ষিক ওরশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

আগামী ১০ মাঘ (২৪ জানুয়ারি) মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এর ১১৯তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ জানুয়ারি) ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে এবং গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর পৃষ্ঠপোষকতায় ও নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর সার্বিক তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ক্যাম্প পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পে ৬৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়। রোগীদের সেবা দেওয়া হয় মেডিসিন, হৃদরোগ, গাইনী, শিশু রোগ, বাথ-ব্যথা, অর্থোপেডিক্স, মানসিক স্বাস্থ্য, চর্ম ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে।

এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. গোলাম মোস্তফা জামাল, ডা. মো. ইয়াছিন, ডা. মু. সৈয়দুল আলম কোরাইশী, ডা. এস এম রেজাউল করিম, ডা. আয়শা সিদ্দিকা, ডা. উম্মুল খায়ের ফেন্সী, ডা. মো. মোজাম্মেল হোসেন চৌধুরী (পলাশ), ডা. মুহাম্মদ তৌহিদুল আলম (রুবেল), ডা. আরাফাত সুলতানা, ডা. মোহাম্মদ পারভেজ রানা, ডা. মাইমুনা রশিদ, ডা. নাহিদা সেলিম, ডা. রিসাদুল এবং আল নূর কমিউনিটি চক্ষু হাসপাতালের টিম।

সকাল ১১টার দিকে ক্যাম্প পরিদর্শন করেন নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)।

প্রতিবছরের মতো এবারও ওরশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, চায়না, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমানসহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ভক্ত-অনুরাগীর অংশগ্রহণের আশা করা হচ্ছে।

১০ দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘটবে আগামী ২৪ জানুয়ারি রাতে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর আখেরি মোনাজাতের মাধ্যমে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১