সর্বশেষ :

বিরলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ


আজাদ, বিরল
জানুয়ারি ১০, ২০২৫ । ৭:২৫ অপরাহ্ণ
বিরলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনাজপুরের বিরলে এক দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মুরাদ আহম্মেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির নির্বাহী সদস্য এবং দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সভাপতি আকতারুজ্জামান বাদল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোস্তফা কামাল মিলন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু, প্রচার সম্পাদক আক্কাশ আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল এবং সদস্য সচিব মোবাশ্বেরুল ইসলাম।

ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম (মাহিদ) এবং সদস্য সচিব সিহাব ইমতিয়াজ। সভার সঞ্চালনা করেন ৫ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রবি ও পৌর বিএনপির ২ নং ওয়ার্ড সভাপতি আমিনুল ইসলাম।

উপজেলা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দোয়া মাহফিল শেষে শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অতিথিদের হাতে শীতবস্ত্র পেয়ে জনসাধারণের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ লক্ষ করা গেছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১