ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় গভীর রাতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে বাঁকুড়া শহরের ৬নং ওয়ার্ডের পাল পরিবারে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ধসে পড়ে, আর দাউদাউ করে জ্বলে ওঠে পুরো বাড়ি।
প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার রাতে পাল পরিবারের সদস্যরা খাওয়াদাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে বিকট বিস্ফোরণের শব্দে তারা চমকে ওঠেন। দাউদাউ করে জ্বলতে থাকা বাড়ি দেখে দ্রুত দমকলে খবর দেওয়া হয় এবং প্রতিবেশীরা উদ্ধার কাজে হাত লাগান।
দমকল পৌঁছানোর আগেই বিস্ফোরণের ফলে বাড়ির দোতলার একাংশ ধসে পড়ে। বাড়িতে আটকে পড়া বাসিন্দাদের মধ্যে ফুলেশ্বরী পাল ছাদ থেকে ঝলসে যাওয়া তাঁর দুই মেয়েকে নিয়ে লাফ দিয়ে প্রাণে রক্ষা পান।
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ অবস্থায় ৫ জনকে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে নিতাই পাল ও রিনা পাল নামে দুই জনের মৃত্যু হয়। আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দমকল সূত্রে জানা গেছে, বাড়ির একতলায় থাকা টোটো চার্জিং পয়েন্ট থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে এবং তা এসি মেশিনে ছড়িয়ে পড়ে। এ থেকেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বাড়ির একাংশ ভেঙে পড়ে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনা বাঁকুড়ার ৬নং ওয়ার্ডে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :