সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি হয়েছেন। অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা ইতোমধ্যে শুরু হয়েছে। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে তিনি বেশ উজ্জীবিত এবং হাসিখুশি রয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, পরিবারের সদস্যরা নিয়মিত হাসপাতালে তাকে দেখতে আসছেন। এই পারিবারিক পরিবেশে খালেদা জিয়া মানসিকভাবে শক্তি পাচ্ছেন এবং সবার সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন।
ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়ার দীর্ঘদিন পর পরিবারের কাছের মানুষদের সঙ্গে এমন সময় কাটানো তার জন্য অনেক সুখকর। তিনি এখন বেশ চাঙা ও মনোবল দৃঢ়। চিকিৎসকরা তার চিকিৎসা নিয়ে ইতিবাচক মতামত দিয়েছেন।”
যুক্তরাজ্যের চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। প্রাথমিক চিকিৎসার পর রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জাহিদ হোসেন।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, “খালেদা জিয়া এত বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এতে তার মধ্যে আনন্দ কাজ করছে।” সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ জানান, “ঘরোয়া পরিবেশে খাওয়া-দাওয়া করছেন তিনি। তাকে বেশ স্বতঃস্ফূর্ত দেখাচ্ছে।”
এদিকে খালেদা জিয়া বর্তমানে তারেক রহমানের বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন। শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাকে বাসায় নিয়ে চিকিৎসা চালানোর পরিকল্পনা রয়েছে।
উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান। আবেগঘন পরিবেশে তারেক রহমান মাকে জড়িয়ে ধরেন এবং নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান।
বিএনপির চেয়ারপারসনের এই চিকিৎসা যাত্রাকে কেন্দ্র করে তার পরিবার এবং দলের নেতাকর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :