সর্বশেষ :

নাটোরে মহাশ্মশানে চুরি দেখে ফেলায় মানসিক প্রতিবন্ধি তরুন দাসকে খুন


শরিফুল, নাটোর
জানুয়ারি ১০, ২০২৫ । ৭:৩৭ অপরাহ্ণ
নাটোরে মহাশ্মশানে চুরি দেখে ফেলায় মানসিক প্রতিবন্ধি তরুন দাসকে খুন
প্রতীকী ছবি

নাটোরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে তরুণ কুমার দাস (৫৮) হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মোঃ সবুজ হোসেন (২৪) কে শুক্রবার চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত সবুজ নাটোর সদরের বড়হরিশপুর এলাকার মোঃ রমজান আলীর ছেলে।

শুক্রবার বেলা ১১টায় গ্রেফতারকৃত সবুজকে নিয়ে মহাশ্মশানে একটি প্রেস ব্রিফিং করেন নাটোরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২১ ডিসেম্বর সকালে মহাশ্মশানের রান্নাঘরের বারান্দা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ দাসের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার রাতে ভান্ডার কক্ষ থেকে কাঁসা ও পিতলের মালামাল এবং অর্থ চুরি যায়। তরুণের ছেলে তপু কুমার দাস থানায় মামলা দায়ের করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত সবুজ ও তার ৫ সঙ্গী মাদকাসক্ত। তারা মহাশ্মশানের ভান্ডারে চুরির উদ্দেশ্যে যায় এবং তরুণ দাস তাদের দেখতে পেয়ে যান। চুরি ধামাচাপা দিতে তারা তরুণকে হাত-পা বেঁধে মুখে কাপড় গুজে দেয়। শ্বাসরোধ হয়ে রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়।

তরুণ দাস ছিলেন মানসিক ভারসাম্যহীন এবং শহরের আলাইপুর ধোপাপাড়া এলাকার কালীপদ দাসের ছেলে। তিনি প্রায় প্রতি রাতেই মহাশ্মশানের রান্নাঘরের বারান্দায় ঘুমাতেন।

নাটোর পৌরসভার প্রকৌশলী মোস্তফা কামাল জানান, শহরের মানুষজন তরুণকে চিনতেন। তিনি রাস্তার মাঝে দাঁড়িয়ে কথাবার্তা বলতেন এবং কুকুরের সঙ্গে খাবার ভাগাভাগি করতেন।

তবে হত্যাকাণ্ডের পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণকে শ্মশানের পাহারাদার বা সেবায়েত হিসেবে উল্লেখ করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিবৃতিতেও এমন ভুল তথ্য ছিল।

নাটোর জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায় জানান, তরুণের এ ধরনের কোনো দায়িত্ব ছিল না।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর প্রচারণার কারণে সবুজ বিদেশ পালানোর পরিকল্পনা করে। সে জন্য পাসপোর্ট তৈরির চেষ্টা করছিল। সবুজকে গ্রেফতার করা হলেও তার সঙ্গীদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, এবং নাটোর থানার ওসি মাহবুব রহমান উপস্থিত ছিলেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১