সর্বশেষ :

ধুনটে ইমাম ও মুসল্লিদের ওপর হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন


মোমিন, ধুনট
জানুয়ারি ১০, ২০২৫ । ৬:৫৯ অপরাহ্ণ
ধুনটে ইমাম ও মুসল্লিদের ওপর হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
সংগৃহীত ছবি

বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা খান বাহাদুর সালেহা মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও মুসল্লিদের ওপর বারবার হামলার ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার দুপুরে বাংলাদেশ প্রেসক্লাব ধুনট উপজেলার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান এই দাবি জানান।

মাওলানা আব্দুল মান্নান অভিযোগ করেন, ২০২০ সালে মসজিদ নির্মাণের সময় থেকে ইমরুল কায়েস, ইমরান কায়েস এবং তাদের সহযোগীরা মসজিদের অর্থ আত্মসাৎ এবং কাজ বিঘ্নিত করার চেষ্টা চালিয়েছেন। মসজিদ নির্মাণের পর তারা ভাংচুর, প্রাণনাশের হুমকি এবং মারধরের মতো ঘটনা ঘটিয়েছেন।

গত ২০২৪ সালের ১৪ ডিসেম্বর মাগরিবের নামাজের পর তাদের নেতৃত্বে মসজিদে ঢুকে ইমাম, মুসল্লি এবং মসজিদের সভাপতি সাকলায়েনসহ অন্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। সর্বশেষ ২০২৫ সালের ৪ জানুয়ারি ইমাম আব্দুল মান্নান ও মুসল্লি আব্দুস সালামের ওপর মারধরের ঘটনা ঘটে।

ইমাম আরও বলেন, “বারবার হুমকি ও হামলার কারণে আমি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতে পারছি না। হামলাকারীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে এবং মুসল্লিদের নামাজে বাধা দিচ্ছে।”

তবে অভিযুক্ত ইমরুল কায়েস এসব অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন। তিনি বলেন, “ইমাম মানসিকভাবে অসুস্থ। তাকে নামাজ পড়তে বাধা দেওয়ার প্রশ্নই আসে না।”

ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, মসজিদের ইমামকে মারধরের বিষয়ে তারা অবগত আছেন। অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ইমাম এবং মুসল্লিরা প্রশাসনের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে মসজিদে শান্তি ও নিরাপত্তা পুনঃস্থাপিত হয়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১